গাছেদের মধ্যে এখনও কেউ অটোবায়োগ্রাফি লিখেনি। আমার বাবা ছিলেন বৃক্ষদেবতাদের একজন। বংশলতিকায় পাওয়া যায় মাত্র তার তিন পুরুষের খবর। এক চড়ুইর সাথে ভাব হওয়াতে তার ছাড়তে হয়েছিল বনবাস। ফলে আমরা এখন মিশ্র সংস্কৃতির চর্চা করি। স্বীকার করছি- আমরা আজও পিতার রক্তানুসারে পুরুষতান্ত্রিক আর সেবায় ছায়াকেন্দ্রিক। সকাল থেকে সন্ধ্যাবধি স্কুলে উড়ালবিদ্যা শিখিয়েই মা আমাদের আহারের ব্যবস্থা করেন। আর ঘুমানোর আগে প্রতিটি চঞ্চুতে চুমু দিয়ে বলেন- আগামী বর্ষায় তোদের নিজস্ব সংসার হয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন