পাখি অধ্যুষিত দেশে

আমি উড়ে যাওয়া পাখি এক
আকাশে চড়ে নিচে ফেলে রাখি দুয়েকটি পালক
এক বালিকা আছে প্রতি সন্ধ্যায় আসে মাঠে
নিঃসঙ্গতা ও অন্ধকার কুড়িয়ে ফিরে যায়

আমার সাথে কতো না পাখি উড়ে ভুল বানানে
ছন্দ ভেঙ্গে ফর্মায় অপুষ্ট দলীয়ভাবে
আমি চেষ্টায় আছি বালিকার মন তর্জমায়

পাখি গোত্রে চিলও আছে- শিকারী পেশা
আছে সুকন্ঠী বুলবুল; পরিশ্রমী চড়ুই
কাক কোকিলের দ্বন্দ্ব

সেসব পাখিদের আমি কখনও দেখিনি
মেনে নিতে সীমা
উড়ে যাওয়ার আগে বলে যাই কাকে
কাঁটাতারে ঝুলে আছে
ফেলানীর জামা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন