মূলত পাখি ও আমার সমস্যা এক

গোপনাঙ্গের ব্যাথা নিয়ে উড়ে যাচ্ছে মাছরাঙা। নাভির নিচে জমে আছে তার বিষন্ন শীতালাপ। পত্রালাপে জানা গেলো- পাখিরাও ভুগছে আকাশ কেন্দ্রিক রাজনীতি আর সীমানা সংক্রান্ত জটিলতায়। ডানা থাকা সত্ত্বেও মিলছে না প্রজাপতির পাখি পরিচয়। উল্টো মনুষ্যনির্ভর হয়ে পড়ছে একদল সুবিধাভোগী পাখি। আর আমার উড়ালবিদ্যার সার্টিফিকেট অর্জনেও আটকে আছে আকাশভ্রমণের ভিসা। এখন ভ্রাম্যমাণ প্রেমিকের ছদ্মবেশে ঘুরছি পথে পথে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন