দুপুর জামা পাল্টালে গলে পড়ে দালির ঘড়ি। সমস্ত প্রশংসার নীচে তখন চাপাস্বরে কাতরায় ঈশ্বর। ঈশ্বর সাদাকালো ইস্কুলের বয়োজীর্ণ দপ্তরি। কানে শুনে না। সকাল বিকাল ঘন্টা পিটায়। কেবলই দেখে সে ছুটিপ্রাপ্ত বেদেনীর দৌড়। মাথাভর্তি খোলা সাপের বাক্স। বেদেরা বাজায় প্রাগৈতিহাসিক বীণ। ঈশ্বর তখন একাকী সামুদ্রিক। আমরা ডাকি সান্তিয়াগো বুড়ো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন