মেঘ মূলত আপোষকামী চরিত্র। সামান্য প্রশংসাতেই গলে যেতে পারে। ভাববাদী রূমান্টিক স্বভাবের হলেও স্বতন্ত্রতা বলতে কিছু নেই। বহুরূপী বাতাসের সাথে তাকে দেখা গেছে বেড়াতে। অনেকে ভাবছে গোপন মিটিং। সম্ভবত আগামী বর্ষার নের্তৃত্বে দুজনই থাকবে সামনে। এমন ধারণা আবহাওয়া বিশ্লেষকদের। এদিকে পুরনো রেকর্ড ঘেঁটে পতঙ্গরা জানাচ্ছে- মেঘ যতো গর্জে ততো বর্ষে না। ফলে দুশ্চিন্তায় আছেন কৃষক ও বর্ষাতি নির্মাতাগণ। মোটের উপর নতুন উপদ্রব হিসেবে ফেসবুকে নেমেছে মেঘবালিকা নামের একদল তরুণী। তারা কোন পক্ষের তা বুঝতে হিমশিম খাচ্ছে বৃক্ষমাধ্যম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন