উচ্চারণদোষ

ব্যাকরণ না শেখার দিনগুলোতে
আমি ছিলাম নদীর পত্রমিতা
প্রেমের আহ্বানে কোমর পেঁচিয়ে হয়ে যেতাম সাপ

পাখিরা আসত পাণিনির ক্লাসে
উড়ালবিদ্যা শিখে নেমে পড়ত জীবিকাসন্ধানে
আমি গিয়েছিলাম বাৎসায়নের কাছে
কামের তত্ত্ব শিখে বৌদিদের দেহে কপচায়

বৌদি ও বৌদির মেয়েরা প্রতি শুক্রবার শিখে শুদ্ধ উচ্চারণ
সিলেবাসে থাকা সত্ত্বেও আমি উল্টায়নি উচ্চারণপ্রসঙ্গ
ফলে বুঝি ম্যাডামদের সামনে কেন জড়িয়ে পড়ে জিহ্বা
উর্ধ্বতনের বদলে বলে ফেলি-
আমাদের সমাজে উর্ধ্বস্তন ও অধস্তন দুই শ্রেণি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন