স্কুল পালিয়ে

আমি ফাঁকিবাজ সিরিজের প্রধান চরিত্র
বাধা পেলে হয়ে যাই গোঁয়ার ষাঁড়
যেহেতু পাখিদের সাথে আমার অলিখিত চুক্তি
ফলে হাতকে বানিয়ে নিচ্ছি ডানা; ঠোঁটকে চঞ্চু

আমার বন্ধুরা কতো না দুর্ভাগা
হাতঘড়িতে বাধা পড়ে হয়ে গেছে পুরোদস্তুর টেবিল

ঐ যে রঙচটা স্কুল
তার পাশে বাস অবিবাহিত বুদ্ধিজীবি বৃক্ষের
রোজ দুপুরে পাতাকুড়োনী মেয়েকে প্রেম নিবেদন করে

এহেন মুহুর্তে ভাবগম্ভীর বৃক্ষ পড়ে ভাষা প্রয়োগ ধন্দে
ইঁদুর বিড়াল খেলার মনস্তাত্ত্বিক চাপে নিজেই বাজায় ঘন্টা
ছুটিপ্রাপ্ত বালিকারা দু’পা এগিয়ে মোচড় মারে নদী ঢঙে
আমি বনে যাই- স্কুলের হলুদ দারোয়ান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন