বোধিসত্ত্ব

কপিলাবস্তু কতোদূর কপিলা?
দিক ভুলে এসে পড়েছি বারাণসী
অথচ ব্রহ্মদত্তের বদলে চোখ রাঙায় তীর্থযাত্রী

আমার মাও চেয়েছিলেন মহামায়া হতে
আমি পারিনি পায়ে ফুটাতে সপ্তশতদল
ছ’ বৎসর ধ্যানের পর চোখ মেলে দেখি
এখনও শরীর শাসন করে যৌনকামনা

বয়ে চলে অমরাবতী। পায়েস নিয়ে কেউ না এলে
কেমনে হবে দুঃখমুক্তি! মুক্তি না হোক হাজার বছর
পর আমাকেই পূজারিরা জানাবে আরতি। আমাকে
ভেঙেই কামিয়ে নেবে অর্থ ও খ্যাতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন