নোটবুক থেকে

বিভ্রান্তিরেখা বরাবর হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম পুনর্জন্ম বিশ্বাসী সেই বানরকে। লোমলেজহীন। মুখে অফিস ফেরত কেরানির ভাষা। আমি তার বানরত্ব দেখার লোভে ডুগডুগি বাজাতে হাতে ধরিয়ে দিল ডারউইনের বিবর্তনবাদ। তারপর শোনাল- অতিচালাক কুমির ও মধুচক্র ভাঙার কাহিনী।
 
দেহতত্ত্বের অলিগলি ঘুরে ঘুরে মূলত আমি খুঁজছি তোমার দেহকে। আট কুঠুরি নয় দরজার ঘর। প্রতিটি সিংহদ্বারে দেখি- অস্ত্র উঁচিয়ে পাহারারত দশ সৈনিক!
 
নদীতীরে পৌঁছাতে মাসুদ খানের বেড়াল শোনাল বিশ্বাসঘাতক মনিবের গল্প। একজন সোশ্যাল কেস ওয়ার্কার বলে গেছে তাকে নিয়ে কেস স্টাডির কথা। আমি জানতাম বানর- মানব ও মনিব হয়ে উঠে তত্ত্বজ্ঞান আর হাতকে হাতিয়ার বানিয়ে। অবুঝ বেড়ালকে কীভাবে বোঝায়; কতোজন্ম অবধি মনিবের পিছু ঘোরার পরেও ছায়ারা মেলাতে পারেনি একখানা চাকরি...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন