ব্ল্যাকবোর্ডে চকের ঘর্ষণে আর মাতবে না বেঞ্চ
বৃষ্টিতে ভিজে নীল শাড়ি ফাঁক করে উঁকি
দিবে না নাভীফুল। শিলাদিমণি- আমাদের
হাফপ্যান্টের বয়স বেড়েছে। প্রমোটেট টু ফুল।
নামের শেষে আর কারো হবে না যোগ ’নি’
তবু তারা লজ্জা বুকে হয়ে উঠবে রমণী
ব্রণে-গোঁফে এক পুরুষ লালন করছি পকেটে
এখনও ভুলতে পারিনি বেণী বাঁধা লাল ফিতে।
বৃষ্টিতে ভিজে নীল শাড়ি ফাঁক করে উঁকি
দিবে না নাভীফুল। শিলাদিমণি- আমাদের
হাফপ্যান্টের বয়স বেড়েছে। প্রমোটেট টু ফুল।
নামের শেষে আর কারো হবে না যোগ ’নি’
তবু তারা লজ্জা বুকে হয়ে উঠবে রমণী
ব্রণে-গোঁফে এক পুরুষ লালন করছি পকেটে
এখনও ভুলতে পারিনি বেণী বাঁধা লাল ফিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন