কারা যেন এই শহরের মানুষগুলোর আবেগ ভালোবাসা ভুলিয়ে ভালিয়ে কেড়ে নিচ্ছে। বদলে ধার দিচ্ছে হৃদয়হীন হিংস্র ছুরি; হত্যার নির্মম বুলেট।
এই শহরের গেইটে কারা যেন ঝুলিয়ে দিয়েছে ’মহাশ্মশান’ এর নেমপ্লেট। আর বিলবোর্ডে বিভিন্ন কোম্পানির কফিন কাফনের বিজ্ঞাপন।
উত্তেজিত রোদের ভিতর স্বপ্নহারানো প্রজাপতির বিষন্ন উড়াউড়ি
সাজানো গুছানো অফিসফেরত মানুষগুলোর ম্লান চোখে বেঁচে থাকার আকুতি এখন আর আমাদের আহত করে না। একদিন এই বিষন্নতা নিয়ে আমরাও কাফনে লুকাবো মুখ।
এই শহরে নাম পরিচয়হীন অনেক মানুষ। অনেক মুন্ডু কাটা লাশ এই শহরের বাসিন্দা। তাদের ছাড়া এই শহর অসম্পূর্ন...
এই শহরের গেইটে কারা যেন ঝুলিয়ে দিয়েছে ’মহাশ্মশান’ এর নেমপ্লেট। আর বিলবোর্ডে বিভিন্ন কোম্পানির কফিন কাফনের বিজ্ঞাপন।
উত্তেজিত রোদের ভিতর স্বপ্নহারানো প্রজাপতির বিষন্ন উড়াউড়ি
সাজানো গুছানো অফিসফেরত মানুষগুলোর ম্লান চোখে বেঁচে থাকার আকুতি এখন আর আমাদের আহত করে না। একদিন এই বিষন্নতা নিয়ে আমরাও কাফনে লুকাবো মুখ।
এই শহরে নাম পরিচয়হীন অনেক মানুষ। অনেক মুন্ডু কাটা লাশ এই শহরের বাসিন্দা। তাদের ছাড়া এই শহর অসম্পূর্ন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন