মাতাল

এক উদ্যাম পানশালার ভেতর সমস্ত মরদের নাম হয়ে গেল মাতাল। কেবল কী মরদ! মাদী নেই? স্তনের দু'পাশ থেকে তারাইতো ছড়ায় মাদকতা। দেহের ভাঁজে ভাঁজে কতো শোভায় লুকিয়ে রাখে কামনাস্ত্র! পানের পর আমি হয়ে পড়ি নির্ভুল মাতাল। চোখে ভাসে প্রতিবেশী রমনী। যেহেতু এই পান দারুণ টনিক; ভেঙে পড়ে শারীরিক অর্গল। ঘোড়াশাল থেকে লাফিয়ে পড়ে ঘোড়া। যদি তার পিঠে জুড়ে দেয়া যায় দু’টি ডানা তবে সে তুলে নেবে ক্লান্তির ভার। এত বলশালী বেচারা দাস। পৃথিবীর ইতিহাস ভরেই তার পদচারণা। অথচ কতো যতেœ পালন করে প্রভুর আজ্ঞা। প্রভুরা সুবিধাভোগী। শুধুই সওয়ার হওয়ার নেশা। ঘোড়ারা জানে সব; বলে না। প্রভুদের চাইতে তাদের ঘোড়াও কী কম বীরত্বব্যঞ্জক! তবু পৃথিবীর ইতিহাস পক্ষ নেয়নি ঘোড়ার। পাগলের অবিকল লাফিয়েছে পাহাড় জঙ্গল। আর চুপচাপ বলে গেছে- পানের পর যে পুরুষ দেখায় না মাতলামি সে যথেষ্ট হিপোক্রেট।

সব আয়োজন শেষে যখন অশ্বহীন ফেরার উত্তেজনা পায়ে- অদূরে শুনি আমাদের পিছু নিয়েছে বখতিয়ারের সন্ত্রাসী ঘোড়া...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন