পা বিষয়ক পাঁচালি

হাঁটার অভ্যেস হওয়ার পর থেকে আমার বন্ধুরা মেতেছে পায়ের গল্পে। আমি হাঁটতে গিয়ে দেখি পায়ে কিছু ভুল আছে। আমার পা আমাকেই জড়ায়  ফাঁদে। পথে শিকারীর অবিকল ওঁত পেতে থাকে নিষেধ আর নিয়মাবলী। আমিও ভুলে যাই পায়ের গ্রামার।

হাঁটাহাঁটির দিনশেষে অবসরে একদিন মনে হলো পা এক কঠিন পাজল। হাজার বছরের পিছু পিছু হেঁটেছি মাত্র কয়েক কিলো। তারমধ্যে জড়িয়েছে কতো কালি ও ধুলো। পথিকের ছদ্মে এতোদিন রয়ে গেলাম! আমাকে ভাঙিয়ে সবাই কুড়িয়ে নিলো কড়ি ও সেলাম।

আমার দু’পা তারাও চলেছে দূরত্ব বজায় রেখে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন