আমার পিছু লেলিয়ে দিয়েছো অভিযোগের কথাসাপ। একদিন আমার সাপ দেখে তুমিও আঁতকে উঠেছিলে। প্রচন্ড ঘৃণায় যে আঙুলে ছুঁড়ছো তীর- সেই আঙুল কেটে আমি দিয়েছি গুরু দ্রোণাচার্যের দক্ষিণা।
আমার বন্ধুরাই ভাবছে আমাকে তুমুল প্রতিযোগী। আমি অর্থহীন চাঁদ ধরার লোভে দৌড়াচ্ছি চাঁদের প্রলোভনে। আর যে সকল স্প্রিন্টার ট্র্যাক ছেড়ে ছুঁয়ে ফেলছে গন্তব্য- মূলত তারা বন্দুকের আওয়াজে দৌড়ে না। তার সাথে লুকিয়ে থাকে খরগোশ আর কচ্ছপের গল্প...
আমার বন্ধুরাই ভাবছে আমাকে তুমুল প্রতিযোগী। আমি অর্থহীন চাঁদ ধরার লোভে দৌড়াচ্ছি চাঁদের প্রলোভনে। আর যে সকল স্প্রিন্টার ট্র্যাক ছেড়ে ছুঁয়ে ফেলছে গন্তব্য- মূলত তারা বন্দুকের আওয়াজে দৌড়ে না। তার সাথে লুকিয়ে থাকে খরগোশ আর কচ্ছপের গল্প...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন