নস্টালজিয়া

ভুলের ব্যাখ্যা মনে পড়ছে না। মনে পড়ছে রাত ফাঁকিবাজ ভোরের গল্প। আর থ্যাঁতলে যাওয়া ফুলের জীবন। চাপাবাজের খপ্পরে পড়েছিল যে গন্ধবাজ ফুল। 

এই মুহুর্তে আরও কতো কী মনে পড়ছে! কেমন আছে আমার সেই ডাকনাম? গুহার আঁধার-কাঠের তলোয়ার-সোনালু-বকুল...

কতোবার আমি চাঁদের সাথে পাল্লা দিয়ে দৌড়েছি! অথচ যে চাঁদবুড়ি একদা শুনাতো রূপকথা; জ্যোৎস্না রাতে সে এখন সেলায় না ছেঁড়াকাঁথা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন