আমরা ছিলাম অসম্ভব স্বপ্নবাজ

মা জানতো আমাদের দুঃস্বপ্নের কথা। কেন দুঃস্বপ্নরা চুপিচুপি আমাদেরকেই টার্গেট করেছিল এই খবর ফার্স্ট এ্যানাউন্স করে আমার স্বপ্নবাজ পিতা। ফল- ঘোষণার পর এলাকায় রটে গেল তার স্বপ্নবিশারদ উপাধি।

আমার বোন তখনও জ্বলন্ত উনুন। নিবে যাওয়ার প্রস্তুতি নিয়ে ভেজে যাচ্ছিল অহেতুক কল্পনা।

প্রতিদিন সন্ধ্যেরা ঘরে ফিরতো। অথচ বাবার খালিহাত। প্রতিদিন আমার বোন সাজতো ভরদুপুর। তারপর মুছে ফেলত নোনাজলে। আমরা ভাইরা জানতাম চুপচাপের ভাষা। কেবল মা জানতো শূন্যে রান্নার বিবিধ পদ্ধতি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন