যে সব বিষয়ে সমাধানে আসা গেছে

আমি বেতালের তালিকাভুক্ত শিল্পী। আজ রাতে প্রচারিত হবে উত্তাল সঙ্গীত।

রাত সম্পাদিত হচ্ছে চুপচাপ। ছাপাখানা থেকে বেরিয়ে আসছে ছারপোকা।

আমন্ত্রণপত্রের ভেতর ওঁত পেতে থাকে উপহাস। দামি উপহারের অনুরোধ।

রবীন্দ্রনাথ এক বিরাট ফ্লাওয়ার ভেস। বসে বসে বাড়ায় ঘরের শোভা।

অধিকাংশ মানুষের আগ্রহ স্নানঘরের প্রতি। তুমি ঢোকার আগে ঐখানে প্রবেশ করে অসংখ্য চোখ।

গুরুরা এতো দক্ষিণালোভী! দক্ষিণার দাবিতে একলব্যকে বানালেন পঙ্গু আর অঙ্গুলিমালকে পশু।

চারকোণা বেড়াল। উপর হতে ভূতলে লাফিয়ে পড়ে শব্দ করল একবার। তারপর পৃথিবীকে খামচে ধরে মধ্যাকর্ষণ ভেদ করে মিলিয়ে গেলো হাওয়ায়। জীববিজ্ঞান জানাচ্ছে- বেড়াল বাঘ গোত্রীয়। সহজাত শিকারী। পোষ মানে। তবে সে ভয় পায় কুকুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন