ঘুড়ি

বিকেলবেলার গোত্তা খাওয়া ঘুড়িটা সুতো ছিঁড়ে ক্রমতর স্বাপ্নিক হয়ে উড়ছিল। যেন উড়ন্ত রঙিন প্রজাপতি। এতোদিনে তার উড়ো উড়ো মন পেল স্বাধীনতার পূর্নাঙ্গ স্বাদ। কিছুদূর উড়তেই সে একাকার হলো পাখিদের দলে। আর কিছুপর মনে হলো সে মাছরাঙা। সকাল হলেই রঙিন ডানা, সরু ঠোঁট নিয়ে শিকার করবে পুঁটি। পরক্ষণে ভাবল মেঘ হলে কেমন হয়! এ কথা ভাবতেই হাওয়ায় ভাসাল রঙিন ডানা। মেঘেরা তখন মগ্ন ধ্যানে। হঠাৎ বাজপাখির মতো এক বিদ্যুতের তীব্রতা তার বুক ফালা ফালা করে ছড়িয়ে দিলো শূন্যে। হতবিহ্বল কিশোরের চোখ তখনও আকাশে ভাসমান। সে মনে মনে ভাবল- এবার  এমন ঘুড়ি বানাবো যা কখনও ধোঁকা দেবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন