মিথ্যেবাদী রাখাল: নতুন পাঠ

আমিও এক মিথ্যেবাদী রাখাল। একদিন সত্যিকারের বাঘ এসে আমাকে খাবে। মিথ্যেবাদীকে কেউ বিশ্বাস করে না- এমন বোকা তত্ত্বে বালক সত্যের দাস হয়ে আমাকে ঘৃণা ছুঁড়বে খুব। অথচ সে বুঝতেই পারবেনা পৃথিবীকে যে কাঁধে নিয়ে আছে সে জঘন্য মিথ্যুক।

কচি কচি ঘাসের বিছানা। এক হালি গরু পড়ছিল মনোযোগ। লোভী বাঘ প্রতিদিন এসে এসে খুঁজছিল সুযোগ। তুমি কি একবারও ভেবেছো টোলপন্ডিত- কেন বাঘ গরুর উপর না পড়ে ভেঙেছিল রাখালের ঘাড়?

দ্রষ্টব্য: বাঘ বাঘ! বাঁচাও বাঁচাও! রাখালের এই চিৎকার আদৌ মিথ্যা ছিল না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন