রোদপুড়া নীল ট্রাফিকের হাত আমাদের সিগন্যাল। গ্রামের ফুটবলে কোন রেফারি থাকে না। থাকে বিউটিফুল। এ্যাংজাইটিদের শহরে বাস। চারকোণা দেয়ালকে বাসা বলে ডাকে। ‘আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে’ কাঁচুলি না চেনা মেয়ে খোলে ব্রেসিয়ারের হুক। যেদিকে তাকায় দেখে জীবনানন্দের ফটোকপি। চ্যাপলিনের মুখোশ। শিল্পের এপিডেমিক। বাচালের বায়োস্কোপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন