ধ্রুপদী সাহিত্যতত্ত্ব

চরিত্রহীন জল। এই বিশেষণে আঘাত পেলে নদীও হয়ে উঠে প্রতিশোধপরায়ণ। যাকে অনুসরণ করে এতদূর আসা হলো সে ছিল অন্যের রুগ্ন সংস্করণ। বিনয়ের হাওয়া উড়ে গেলে মাথা ঝাঁকানো বৃক্ষÑ মত প্রকাশের স্বাধীনতায় মুহুর্তে পাল্টাতে পারে বাকল- গায়ের ঘ্রাণ। ঘ্রাণের নেশায় জেগে উঠছে পৃথিবীর সমস্ত ইঁদুর। তথাপি ফুল তার গন্ধবৈশিষ্ট্য হারাতে নারাজ। সম্ভাবনাময় ফুল। তারও আছে লাঞ্চিত হবার যথেষ্ট গূঢ় তাত্ত্বিক কারণ। দ্রৌপদীর শাড়ি টানাটানি যেহেতু ধ্রুপদী- আমাদের পাড়াত ভাইদের দাপটে নিপীড়িত বোনেরা জোটবেঁধে ভেঙ্গে দিচ্ছে প্রেমিকের পাঁজর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন